চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নিয়মবহির্ভূতভাবে চালানোর অভিযোগে চারটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে উপজেলার বাহারছড়া ইউপির ইলশা ও রত্নপুর গ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ও পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আফজারুল হোসেন।
তাদের সহযোগিতা করেন চট্টগ্রাম র্যাজব-৭, পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ দল। বাঁশখালীর বাহারছড়ার এক স্থানে তিনটিসহ মোট ৫টি ইটভাটা রয়েছে। তার মধ্যে একটি ইটভাটা মামলার কারণে বন্ধ থাকলেও অপর ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক আফজারুল হোসেন বলেন, ইটভাটাগুলোর জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নেই।
এ ছাড়া ইটভাটায় কয়লার পরিবর্তে ব্যবহার করা হচ্ছে কাঠ এবং জিকজাক চিমনির পরিবর্তে ক্ষতিকর চিমনি ব্যবহার করা হচ্ছিল। এসব অভিযোগে এই অভিযান পরিচালনা করে ৪টি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।